রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল কোতয়ালী থানার রুপাতলীর ভাড়াটিয়া রিক্সা চালককে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।গতকাল বুধবার (১২জুন ২০১৯) নিহতের মেয়ে মেয়ে কারিমা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।আদালতের বিচারক মোঃ আনিসুর রহমান মাামামলাটি জিআর ৯০/২০১৯ কোতয়ালী মডেল থানার মামলাটির সঙ্গে নথিভুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বলে জানান বাদীর পক্ষের আইনজীবি।
মামলায় যাদের অভিযুক্ত করা হয়।তারা হলেন:-বরিশাল কোতয়ালী মডেল থানার রুপাতলীর ২৪ নং ওয়ার্ডের খালপাড় সড়কের খাঁন বাড়ির বাসিন্দা মৃত: হোসেন খাঁনের ছেলে আউয়াল(৩৫),আউয়াল খাঁনের স্ত্রী পপি বেগম(২৮), মৃত: হাসেম খাঁনের স্ত্রী জেসমিন(৫০),আঃ রহমানের ছেলে লোকমান(২০),শওকত স্ত্রী মোসাঃ রুনু বেগম(২৫),মৃত হোসেন খাঁনের ছেলে করিম(৩০) সহ আরোও অজ্ঞাতনামা ৪/৫জন রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ-আদালতের তথ্যমতে বাদীর পক্ষের বিজ্ঞ আইনজীবি এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মিন্টু জানিয়েছেন,মামলা অভিযুক্তরা এলাকার পরিচিত সুদখোর ও সুদ ব্যবসায়ী।বাদীর মা মিনা বেগম ঘটনার ৭ মাস পূর্বে ১নং আসামী আউয়াল খাঁনের কাছ থেকে ১৭ হাজার টাকা ধার নিয়ে ভিকটিম কালামের জন্য রিক্সা ক্রয় করেছিল।প্রতিমাসে ১৭শ টাকা লভ্যাংশ(সুদ) পরিশোধ করে আসছিল।
জেসমিন,লোকমান,রুনু,করিম ষড়যন্ত্র করে বলে মিনা সুদাসল টাকা সহ পালিয়ে যাবে।তাদের এই কুঃপরামর্শে কারনেই চলতি বছরের ২৮ জানুয়ারি রাত ৮টায় বাদীর পরিবারের ঘরে থাকা একটি রঙিন টিভি, একটি ষ্টিলের আলমারি,৩ টি ফ্যান,পাতিল-হাড়িসহ ৫০ হাজার টাকার মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়।তবুও বাদীর পরিবার বাসা না ছাড়ায় ৩ ফেব্রুয়ারি ২০১৯ রাত ৯ টায় রিক্সা চালানোর সময়ে আউয়ালের নেতৃত্বে আসামীরা ভিকটিম কালাম তুলে নিয়ে আউয়ালের বাসায় আটকিয়ে রেখে মারধর করেছিল।মারধর করায় বৃদ্ধা বয়সের কালাম অসুস্হ্য হয়ে পড়লে মুখের ভিতরে জীবন নাশক বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে বাদীর ঘরের সামনে রেখে যায়।
অতঃপর মামলার স্বাক্ষীরা বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম) হাসপাতালের জরুরী ভর্তি করেছে।চিকিৎসায় সামান্য অসুস্হ্য হলে,তখন ভিকটিম কালাম জানায়,আউয়াল খাঁনের নেতৃত্বে আসামীরা পিঠিয়ে হত্যার চেষ্টা করে আউয়াল মুখের ভিতরে বিষ ঢেলে দিয়েছে।
শেবাচিম হাসপাতালে ২দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরেছে গেছেন।অর্থাৎ ৫ ফেব্রুয়ারি মারা যান।এই ঘটনার বাদীর মা মিনা বেগম কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ হত্যা মামলা গ্রহন না করে আত্মহত্যার প্ররোচনায় মামলা রুজু করেছে।কোতয়ালী মডেল থানার মামলা নং:-১৪ তারিখ ৫/২/২০১৯, জিআর ৯০/২০১৯।সেই কারনেই বাদী কারিমা প্রকৃত হত্যা মামলাটি যাহাতে ধামাচাপা না পড়ে।বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে উক্ত নালিশী আবেদন করেন।আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আনিসুর রহমান শুনানি শেষে উল্লেখিত আদেশ দিয়েছেন।
Leave a Reply