বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ৫নং পলাশপুর ৭নং গুচ্ছ গ্রাম থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কাউনিয়া থানার এসআই জসিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এ ঘটনায় কাউনিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৭নং গুচ্ছ গ্রাম এলাকায় অভিযানে যান এসআই জসিম, এএসআই ফিরোজ আলম, এএসআই সাইফুল ও এএসআই হালিম। এ সময় ওই এলাকার থেকে মোঃ সাফায়েত হোসেন শান্ত (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত শান্ত পলাশপুর ৭নং গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুলতান হাওলাদারের ছেলে।
এ ঘটনায় আটককৃত শান্তকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply