বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ গত কয়েকদিন যাবৎ বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে তরমুজের আকাশচুম্বী দাম এবং কেজি দরে অনৈতিকভাবে বেচাকেনার বিরুদ্ধে নিউজ হয়েছে।
যার পরিপ্রেক্ষিতে প্রশাসন বরিশালের বিভিন্ন বাজার মনিটরিং করে জরিমানা ও সাবধান করে দেয় কেজি দরে তরমুজ বেচাকেনা যেন না করে।
বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস গৌরনদী থানার বিভিন্ন হাট-বাজার মনিটরিং করে তরমুজ ব্যবসায়ীদের জরিমানা ও সাবধান করে দেয় তারা যেন কেজি দরে তরমুজ বেচাকেনা না করে।
আজ গৌরনদীর বিভিন্ন বাজার পরিদর্শন করে জানা যায় বন্ধ হয়ে গেছে কেজি দরে তরমুজ বেচাকেনা। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ক্রেতাসাধারণ। ক্রেতা সাধারণ জানান শুধু রমজান মাস নয় সারা বছরই যেন বিভিন্নভাবে সিন্ডিকেট না করতে পারে এই জন্য প্রশাসন যেন সব সময় বাজার মনিটরিং চালিয়ে যান।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান জনসাধারণ যাতে ন্যায্যমূল্যে তাদের প্রয়োজনীয় দ্রব্য পেতে পারে এবং কোন সিন্ডিকেট ব্যবসায়ী কোনো উপলক্ষ করে যেন বাজার দর ঊর্ধ্বগতি না করতে পারে এ বিষয়ে তাদের বাজার মনিটরিং সারাবছর অব্যাহত থাকবে।
Leave a Reply