সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় মা বিষপানে আত্মহত্যার ১৮ দিন পর কলেজ পড়ুয়া ছেলে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে বরিশাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শান্তি রঞ্জন বেপারীর স্ত্রী রেখা বেপারী (৫০) পারিবারিক কলহের কারণে ২৫ আগস্ট বিষপান করে আত্মহত্যা করেন। মায়ের আত্মহত্যার ১৮ দিন পর বরিশাল কলেজ পড়ুয়া ছেলে ডালিম বেপারীও শুক্রবার গভীর রাতে ঘরের পাশে গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে বাড়ির লোকজন ঝুলন্ত লাশ দেখে পুলিশে সংবাদ দেয়। এমন ঘটনায় হতবাক এলাকাবাসী।
এ বিষয়ে এসআই ফোরকান মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে বরিশাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে ডালিম আত্মহত্যা করেছে তা এখনো জানা জায়নি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply