শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় এক স্কুলছাত্রীর ছবি ‘এডিট’ করে আপত্তিকর বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করায় ৫ কিশোরকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বরগুনা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, তালতলী উপজেলার বেহালা গ্রামের হারুন মিস্ত্রীর ছেলে মহিউদ্দিন, ফিরোজ মিস্ত্রীর ছেলে রিয়াজ, বাবুলের ছেলে বিপ্লব, কেশবের ছেলে অভিজাত কানাই ও মোখলেছ খানের ছেলে বেল্লাল।
জানা গেছে, একই উপজেলার নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে পথেঘাটে উত্ত্যক্ত করতো সাজাপ্রাপ্ত কিশোররা। ঐ ছাত্রী প্রতিবাদ করলে আসামি বিপ্লব কৌশলে তার ছবি তুলে নেয়। পরে ঐ ছাত্রীর ছবির সঙ্গে ‘এডিট’ করে আরেকটি আপত্তিকর ছবি লাগিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। ঐ ঘটনায় ২০১৬ সালের ৮ জানুয়ারি তালতলী থানায় মামলা করে ভুক্তভোগী ছাত্রী। ঐ বছরের ৩১ মার্চ পাঁচ কিশোরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply