মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় পাঁচটি দেশীয় অস্ত্রসহ কামাল (৩০) নামের এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড ও পাথরঘাটা থানার পুলিশ।
শুক্রবার রাত ৯টায় এ তথ্য কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী ও পাথরঘাটা থানার ইন্সপেক্টর সাঈদ আহমেদ স্বীকার করেছেন।
শুক্রবার সন্ধ্যায় ক্রেতা সেজে কোস্টগার্ড গিয়ে তাকে আটক করে পরে তার কথিত মতে তার বাড়ির পুকুর থেকে দেশে তৈরি ৫টি পাইপগান উদ্ধার করে নিয়ে আসে। অস্ত্রগুলো পলিথিন পেপার দিয়ে সুরক্ষিতভাবে প্যাকেট করা ছিল।
কামালের বাড়ি পাথরঘাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পদ্মা গ্রামে। তার বাবার নাম মো. জালাল।
কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী আরো জানান, আটক কামাল আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত জলদস্যু ও মনির বাহিনীর সক্রিয় সদস্য। রাতেই পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
Leave a Reply