মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
ববি প্রতিনিধি॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দ্বিতল বাস কেড়ে নিল দুটি তাজা প্রাণ। দ্বিতল বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ যাত্রী। আহত ব্যক্তিরা হলেন মাহিন্দ্রা চালক শাকিল আহমেদ (১৮), ফয়সাল (২৫), হৃদয় (২৫), ইলিয়াস (২৬), রাজিব (৪০) ও অজ্ঞাতপরিচয় এক নারী ( ৩৫) রয়েছেন। ঘটনাস্থলে নিহত ব্যক্তির নাম খালেক (৬০)। তার বাড়ি ঝালকাঠির কাঠালিয়ায়। নিহত অপর যাত্রী নিপা মিস্ত্রি (২৬) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি পিরোজপুরের নেছারাবাদের বাসিন্দা। মঙ্গলবার বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আওতাভুক্ত নগররে সিঅ্যান্ডবি সড়কের কাজীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল জানান, হতাহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী। মাহিন্দ্রাটি রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে সিঅ্যান্ডবি রোডের কাজীপাড়া নামক স্থানে পৌঁছালে বরিশাল বিশ্ববিদ্যালয়গামী (বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বাস) বিআরটিসির দ্বিতল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়।
এছাড়া আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন নিপা মিস্ত্রি নামে এক যাত্রী মারা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ববি শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি’র বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি মাহিন্দ্রার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে পুলিশ জানিয়েছে বাস ও মাহিন্দ্রা দুটি আটক করা হয়েছে। এছাড়া বাসের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। শেবাচিম হাসপাতাল সূত্রে জানা যায়, আহত শাকিলের বাড়ি মঠবাড়িয়ায়, ফয়সালের বাড়ি নলছিটি, রাজিবের বাড়ি পিরোজপুরে, হৃদয়ের ঠিকানা জানা না গেলেও আহত ইলিয়াসের বাড়ি উজিরপুরে।
Leave a Reply