বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশালের বানারীপাড়া উপজেলার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ৭ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে বানারীপাড়া প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনের করে ওই ৭ জন ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় সদ্য ঘোষিত আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মো. শাহাদাত হোসেন তালুকদার লিখিত বক্তবে উল্লেখ করেন, শিক্ষা ঐক্য প্রগতির ধারক ও বাহক ছাত্রদলের বানারীপাড়া উপজেলা কমিটি গঠনে ব্যপক অনিয়ম, স্বজনপ্রীতি, সংগঠনকে ব্যক্তিস্বার্থে কুক্ষিগত করণ, হামলা-মামলার শিকার, ত্যাগী-পরিশ্রমী কর্মীদের অবমূল্যায়ন ও বঞ্চিত করার দিক সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত হয়েছে। ঘোষিত কমিটির আহবায়ক রুবেল হাওলাদারের নাম উল্লেখ করে বলা হয় তার পরিবার সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
সেও এক সময় ছাত্রলীগের কর্মঠ কর্মী ছিলেন। তার বাবা স্থানীয় আওয়ামী লীগের একজন পরীক্ষিত ব্যক্তি। যা বিগত নির্বাচনে বিভিন্ন ভাবে প্রমানিত হয়েছে।
২০০৭ সালের প্রথম দিকে তার নিজ এলাকায় বসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সম্বলিত পোষ্টার ছিড়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে বিরোধে জড়িয়ে পরেন রুবেল হাওলাদার। পরে ছাতনেতা সুমন সরদারের হাত ধরে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন আপোষের মাধ্যমে। সুমন সরদারও এ কথার সত্যতা শিকার করেছেন।
এলাকায় তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। তবে অভিযুক্ত রুবেল হাওলাদার তার ওপরে আনা অভিযোগ অস্বিকার করেছেন।
এ ছাড়াও ঘোষিত কমিটিতে বিবাহিত, মাদক মামলার আসামিদেরও স্থান দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। ঘোষিত কমিটি গঠনকে ন্যাক্কারজন্যক ও বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি এবং সম্পাদকের একান্ত লোকের সমাহার বলে আখ্যা দিয়ে পদত্যাগ করা ছাত্রদল নেতারা হলেন, যুগ্ম-আহবায়ক মো. শাহাদাত হোসেন তালুকদার, মো. শাহাদাত হোসেন সনেট, মো. সাগর মাঝি, মো. রবিউল ইসলাম, মো. রিহাদ হোসেন লালন, সদস্য মেহেদি হাসান সজিব ও মো. আমিনুল ইসলাম।
Leave a Reply