শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার সকালে বরিশালের গৌরনদীতে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকদের এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশালের গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচ.এম ইলিয়াস, সহ-সভাপতি ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, সদস্য মীর আব্দুল আহসান আজাদ। বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের দাবি জানান।
Leave a Reply