শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ বিশ্বব্যাপী ইন্টারনেট স্বাধীনতার পরিস্থিতি আশঙ্কাজনকভাবে দুর্বল হয়ে পড়লেও বাংলাদেশে এ খাতে কিছুটা উন্নতি হয়েছে। ওয়াশিংটনভিত্তিক সংস্থা ফ্রিডম হাউস প্রকাশিত ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে—২০২৪ সালের স্কোর ৪০ থেকে বেড়ে ২০২৫ সালে দাঁড়িয়েছে ৪৫-এ।
বিশ্বের ৭২টি দেশের ইন্টারনেট স্বাধীনতা বিশ্লেষণ করে প্রকাশিত এই প্রতিবেদনে দেখা যায়—গত এক বছরে ২৭টি দেশের অবস্থার অবনতি ঘটেছে। তুলনায় ১৭টি দেশ উন্নতি করেছে; যার মধ্যে বাংলাদেশও রয়েছে। ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মে পর্যন্ত তথ্য ও ঘটনাগুলো বিবেচনায় নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে রাজনৈতিক পরিস্থিতি ইন্টারনেট ব্যবহারে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে বলে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ কথাও প্রতিবেদনে উঠে এসেছে। অনলাইন তথ্য নিয়ন্ত্রণ, নজরদারি এবং মতপ্রকাশের ক্ষেত্রে চাপ—এসব বিষয়ও পর্যালোচনায় প্রভাব ফেলেছে।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে তুলনামূলকভাবে বাংলাদেশের অবস্থান কিছুটা পিছিয়ে। ইন্দোনেশিয়া ৪৮ স্কোর নিয়ে বাংলাদেশের ওপরে রয়েছে। আর ভারত ৫১ ও শ্রীলঙ্কা ৫৩ স্কোর পেয়ে আরও এগিয়ে অবস্থান করছে।
যদিও দেশের স্কোর খুব বেশি নয়, তবে গত বছরের তুলনায় উন্নতিই ইতিবাচক বার্তা দেয়। বিশ্লেষকদের মতে—টেকনোলজি সেক্টরে দ্রুত উন্নয়ন, ডিজিটাল নীতির সংশোধন এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির ফলে আগামী বছরগুলোতে বাংলাদেশ আরও ভালো অবস্থানে যেতে পারে।
বিশ্বব্যাপী ইন্টারনেট স্বাধীনতার সংকটজনক পরিস্থিতিতে বাংলাদেশের এই অগ্রগতি আন্তর্জাতিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
Leave a Reply