বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফেসবুকের কল্যাণে বগুড়া থেকে সকালে হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী সন্তানকে সন্ধ্যায় সিরাজগঞ্জে ফিরে পেলেন বাবা-মা। জানা যায়, বগুড়া জেলার কুতুবপুর সারিয়াকান্দি গ্রাম থেকে সোমবার (২২ জুন) সকালে হারিয়ে যায় বুদ্ধু সাকিদার ও আঙ্গুরী খাতুন দম্পতির বাক প্রতিবন্ধী সন্তান আতিক হাসান (১০)। অনেক খোঁজাখুঁজি করেও সন্তানকে কোথাও পাচ্ছিলেন না বাবা-মা। ছেলে বাক প্রতিবন্ধী হওয়ায় একপর্যায়ে তারা হতাশ হয়ে পড়েন। এদিকে বগুড়ার পথ হারিয়ে ফেলা সেই শিশুটিকে সিরাজগঞ্জ সদর থানার সামনে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা থানায় নিয়ে আসে। বাক প্রতিবন্ধী হওয়ায় তার কোন পরিচয়ই জানতে পারছিলেন না থানা কর্তৃপক্ষ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শিশুটির ছবি দিয়ে আমাদের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিলে বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই সূত্রে খবর পেয়ে সন্ধ্যায় শিশুটির মা-বাবা চলে আসেন থানায়।
শিশুটির মা বলেন, ‘হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সদর থানা পুলিশকে ধন্যবাদ জানাই।’ বাক প্রতিবন্ধী শিশুটিকে মায়ের কাছে হস্তান্তরের সময় সদর থানার ওসি অপারেশন মো. নুরুল ইসলাম, উপ-পরিদর্শক সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম, আনিছুর রহমান, আবু জাফর, আলী জাহান, মোকাররম হোসেন উপস্থিত ছিলেন।
Leave a Reply