বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ ফুটবল খেলা শেষে খালের পানিতে লাফিয়ে গোসল করতে গিয়ে বরিশালের গৌরনদীতে ফাহাদ হাওলাদার (১৪) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার খাঞ্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ওই ছাত্র শুক্রবার বিকালে তার পাড়ার ছেলেদের সাথে মিলে স্থানীয় খাঞ্জাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলে। খেলা শেষে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাদের ১৩ জনের একটি দল কালনি খালের পানিতে ডুবিয়ে গোসল করছিল।
এ সময় তাদের সামনে থেকে বালু ভর্তি দুটি ট্রলার যাচ্ছিল। ছেলেরা সবাই মিলে তখন ওই ট্রলার দুটিতে উঠে পড়ে।
এরপর ট্রলার দুটি গিয়ে পার্শ্ববর্তী মাদারীপুরের কালকিনি উপজেলার রাজদী এলাকার ও গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বড় বাড়ির সামনে খালের কিনারে ভেড়ায়।
তখন ছেলেদের দল ভেড়ানো ট্রলার দুটির ওপর থেকে লাফিয়ে লাফিয়ে খালের পানিতে পড়ে। ওই খেলার মধ্যেই ট্রলার থেকে লাফিয়ে পড়ে উপজেলার খাঞ্জাপুর গ্রামের কাতার প্রবাসী সিদ্দিক হাওলাদারের ছেলে ফাহাদ হাওলাদার নিখোঁজ হয়।
পরে শনিবার সকালে ট্রলার দুটির পাশে খালের পানিতে তার লাশ ভেসে ওঠে। এরপর এলাকাবাসী ও স্বজনা সেখান থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply