বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক ইউপি সদস্যকে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (১ জুলাই) রাতে সদর উপজেলার শালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের ইউপি সদস্য কবির হোসেন দীর্ঘদিন ধরে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেম চালিয়ে আসছিল। এর আগে বেশ কয়েকবার রাতে ওই নারীর ঘরে গেলেও সে দফা রক্ষা পায়। বুধবার রাত ১২টার দিকে আবারো ওই প্রবাসীর স্ত্রীর ঘরে গেলে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে।
ইউপি সদস্য কবির হোসেনের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। একজন জনপ্রতিনিধি এ ধরনের কর্মকাণ্ডের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুজ্জামান বলেন, গ্রামবাসী কবির মেম্বরকে আটক করে আমাদের কাছে দিয়েছে। তাকে নিয়ে থানায় যাচ্ছি।
Leave a Reply