বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রতিপক্ষকে ফাঁসাতে ছিনতাই মামলা দিয়ে ফেঁসে গেলেন বাদী পান্নু মোল্লা। ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে মারামারির ঘটনা ভিন্নখাতে নিতে দেড় লাখ টাকা ছিনতাইয়ের মিথ্যা মামলা দায়ের করে বাদী পান্নু মোল্লা। এ অভিযোগে বরিশাল বিমানবন্দর থানা পুলিশ পান্নু মোল্লাকে গ্রেপ্তার করেছে। পান্নু মোল্লা বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের হরিণাফুলিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. খাইরুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, মারধর করে দেড়লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে পান্নু মোল্লা গত বুধবার বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওইদিন সকাল সাড়ে ৮টায় গরু কিনতে বাড়ি থেকে রওনা হলে হরিণাফুলিয়ার খানবাড়ি পুল এলাকায় মোটরসাইকেলের আরোহী তিন ছিনতাইকারী তাকে মারধর করে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তিনি উল্লেখ করেন, মাসুম নামে এক ছিনতাইকারীকে তিনি চিনতে পেরেছেন। মাসুম কটুরাকাঠী এলাকার একজন মুদি ব্যবসায়ী।
উপকমিশনার আরও জানান, অভিযোগের ভিত্তিতে মাসুমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে মাসুম জানায়, তার খালাত ভাই শাহাদত অটোরিকশা চালায়। প্রায় ১৫ দিন আগে যাত্রী ভাড়া নিয়ে বিরোধের জেরে পান্নু মোল্লা শাহাদতকে মারধর করে। এ বিষয়ে মাসুমের কাছে নালিশ দেওয়া হলে তিনি শাহাদতকে সঙ্গে নিয়ে পান্নু মোল্লার বাড়িতে যান এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় পান্নু মোল্লা আবারও দুজনকে মারধর করেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বুধবার সকালে পান্নু মোল্লাকে মারধর করেছে মাসুম ও তার সহযোগীরা। এ ঘটনাটি পুঁজি করে টাকা ছিনতাইয়ের মিথ্যা মামলা দায়ের করা হয়। পরে পান্নু মোল্লাকে ছিনতাইয়ের দেড় লাখ টাকার উৎস জানতে চাওয়া হলে তিনি মিথ্যা মামলা করার কথা স্বীকার করেন। উপকমিশনার খাইরুল আনাম আরও জানান, যেহেতু মারামারি হয়েছে এবং মিথ্যা মামলা দায়েরের কথা স্বীকার করেছে পান্নু মোল্লা, তাই উভয়ের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply