পিরোজপুর ১ আসনে- নেছারাবাদ(স্বরুপকাঠীতে) সুটিয়াকাঠীতে শেখ এ্যানী রহমানের গণসংযোগ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০১:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
পিরোজপুর ১ আসনে- নেছারাবাদ(স্বরুপকাঠীতে) সুটিয়াকাঠীতে শেখ এ্যানী রহমানের গণসংযোগ

পিরোজপুর ১ আসনে- নেছারাবাদ(স্বরুপকাঠীতে) সুটিয়াকাঠীতে শেখ এ্যানী রহমানের গণসংযোগ
সুমন খান স্বরুপকাঠী প্রতিনিধিঃরাজনীতি পরিবারের সন্তান ও শেখ পরিবারের আদর্শ নিয়ে এ মুহুর্তে কঠিন ভাবে মাঠ চষে বেড়াচ্ছে শেখ এ্যানী রহমান।আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর,নাজিরপুর ও নেছারাবাদ নিয়ে পিরোজপুর সদর আসন। আর সে কারনে গত এক মাস যাবত নেছারাবাদের বিভিন্ন ইউনিয়নে গিয়ে পথ সভা সহ ব্যাপক গণসংযোগ করে যাচ্ছে যত্রতত্র ভাবে। স্বরুপকাঠীর সেহাঙ্গলের কৃতি সন্তান ও শেখ পরিবারের পুত্র বধুর কল্যানে স্বরুপকাঠীর মানুষের ঢল নেমেছে তার পক্ষে।তৃণমুল পর্যায়ে সাধারন কর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে চূড়ান্ত টিকিটের প্রত্যাশায় মাঠে শেখ এ্যানী ।নিজ জন্মস্থান স্বরুপকাঠীসহ পিরোজপুর ও নাজিরপুরের সম্ভাব্য এম পি প্রার্থী শেখ এ্যানী রহমান আগামীর মিশন ভিশন নিয়ে মাঠে রয়েছে।
এদিকে বুধবার সুটিয়াকাঠীর

বিভিন্ন মহল্লা সহ বাজারে ব্যাপক হারে গণ সংযোগ করেন। শেখ এ্যানী রহমানের গণসংযোগ ও পথ সভায় সাধারন মানুষের ঢল নামে। দল মত নির্বিশেষে সকলে এক নজর দেখার জন্য প্রতিটি পথও সভায় ভীড় করে।এ ব্যাপারে সুটিয়াকাঠীর বহু প্রবীন ব্যাক্তিরা জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিনও দৈনিক বাংলাদেশ বানী, দৈনিক আমার সময়, এস টিভি প্রতিনিধিকে খবরকে বলেন,আমরা বঙ্গবন্ধুর সৌনিক। দল যাকে দিবে আর আমরা সকলেই নৌকার টিকিট পাওয়া প্রার্থীর নির্বাচন করবো।তবে এটাও সত্য চলতি সময়ে স্বরুপকাঠীর সন্তান শেখ এ্যানী রহমান বেশ আন্তরিক ও জনপ্রিয়। বর্তমান এম পি আমাদের সাধারন মানুষকে তেমন মূল্যায়ন করেন না। তাছাড়া উনিতো আর জনগণের ভোটে এম পি হয়নি। তাই দলের কর্মীদের মূল্যায়ন নেই। তবে প্রবীন আর এক নেতা বলেন,চলতি সময়ে আউয়াল পরিবারকে ঘায়েল করার সেরা ঔষধ শেখ এ্যানী রহমানের যোগ্য নেতৃত্ব।বুধবারের পথ সভায় সুটিয়াকাঠীর মানুষের ভালবাসায় মুগ্ধ শেষ সময়ের শেষ চমকে বিশ্বাসী শেখ এ্যানী রহমান সহ তার পরিবার।সদাহাস্য উজ্জল ও নারী নেতৃত্বের অগ্র পথিক শেখ এ্যানীকে পেতে স্বরুকাঠীবাসী চরম অস্থির। সুটিয়াকাঠী ছাড়াও চলতও সপ্তাহে নিজ এলাকা সমুদয়কাঠী ইউনিয়মের গণসংযোগ ও পথ সভা ছিল দারুন নান্দনিক। শত শত মানুষের ঢল নেমেছিল সাগরকান্দা,শশীদ,
জুলুহার,সেহাঙ্গল ও সমুদয়কাঠী এলালায়।আজও সুটিয়াকাঠীতে শত শত মানুষের ঢল এলাকার সবাইকে মুগ্ধ করেছে। যদিও এলাকার সাবেক এম পি অধ্যক্ষ শাহ আলম স্যারের একটা শক্ত ঘাটি থাকা সত্বেও বুধবারের পথ সভায় তৃনমূল পর্যায়ে সাধারন মানুষের ঢল দেখার মত। পাশাপাশি সুটিয়াকাঠীর ৯নং আওয়ামীলীগের সভাপতি খোকন বেপারী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ সহ সাধারন মানুষ দারুন হিসাব নিকাশে বিশ্বাসী। রাজনৈতিক হিসাব নিকাশ করার পরও দলের ও মনের টানে শান্তিপ্রিয় ও সদালপি নারী নেত্রী শেখ এ্যানী রহমানের সাথে রয়েচে।আর চূড়ান্ত পর্যায়ে থাকতে চান সর্বদা। তবে এটাও সত্য আওয়ামীলীগের হাউ কমান্ডের উপর শতভাগ আস্থা রেখে চূডান্ত টিকিট এনে স্বরুপকাঠীবাসীকে বিজয়ের হাসি উপহার দিবেন। আর সেই মিশন নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নের অলিগলিতে পথ সভা সহ ব্যাপক গন সংযোগ করে যাচ্ছেন দ্রুত গতিতে। সর্বশেষ তথ্য মতে এখন পর্যন্ত চুড়ান্ত ভাবে দুটি নাম উকিঝুকি দিচ্ছে সর্বত্র। তবে একটি নাম এই সময়ে গণ মানুষের আস্থার প্রতিক,শেখ পরিবারের সম্পদ ও স্বরুপকাঠীবাসীর আর্শীবাদ শেখ এ্যানী রহমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook

Shares
© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD
Shares