সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ জমি নিয়ে বিরোধের জের ধরে পিরোজপুরের ইন্দুরকানীতে ছালাম জমাদ্দার (৬০) নামে এক খেয়া ইজারাদারকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এসময় হামলাকারীদের হাতে বাবুল মিজান জমাদ্দার (৪৫) নামে আরও একজন আহত হন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কলারন ব্রিজের উপর এ ঘটনা ঘটে। মৃত ছালাম জমাদ্দার উপজেলার কলারন গ্রামের মৃত আ. আজিজ জমাদ্দারের ছেলে। আহত মিজান পিরোজপুর জেলা হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।
মৃতের ছেলে আল আমীন জমাদ্দার জানান, তাদের একই বংশীয় প্রতিপক্ষ বাবুল জমাদ্দারের সঙ্গে জমি ও বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আমার বাবাসহ আমরা ৫/৬ জনে কলার খেয়াঘাট থেকে বাড়ি ফিরছিলাম।
এসময় বাড়ির কাছের কলারন ব্রিজের উপর গেলে প্রতিপক্ষের বাবুল জমাদ্দার ও ছোরাফ জমাদ্দারসহ ১৫/১৬ জনের একটি দল আমার বাবা ছালাম জমাদ্দারকে সামনে থেকে ধারালো দাও দিয়ে মাথায় কোপ দেয়। এ সময় আমাদের সঙ্গে থাকা আমার চাচা মিজান জমাদ্দারকেও মারধর করে আহত করে। সেখান থেকে বাবাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসতিয়ার আহম্মেদ জানান, ধারালো অস্ত্রের আঘাতে ছালাম জমাদ্দারের মাথা দুই ভাগ হয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় এখানো কোনো মামলা হয়নি। তবে হামলার সঙ্গে জড়িত থাকার মৌখিক অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply