বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পা কেটে নিয়ে আনন্দ মিছিল করা সেই ইউপি চেয়ারম্যান কবির আহমেদকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কবির আহমেদ নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান ও মামলার প্রধান আসামি।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সোমেন মজুমদার জানান, রোববার সন্ধ্যায় খবর আসে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীরগাঁও ইউপির বহিষ্কৃত চেয়ারম্যান এবং হত্যা মামলার প্রধান আসামি মো. কবির আহমেদ শ্রীমঙ্গলে আত্নগোপনে আছেন। পরে অভিযান চালিয়ে সিন্দুরখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি একটি স্টেশনারি দোকান খুলে ব্যবসা শুরু করেছিলেন।
র্যাব কর্মকর্তা সোমেন মুজুমদার আরো জানান, তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।
করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর এককালীন ২৫০০ টাকা প্রদানের তালিকায় অনিয়মের অভিযোগের ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে ২৮ মে তাকে বহিষ্কার করা হয়।
১২ এপ্রিল নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউপির থানাকান্দি গ্রামে মোবারক হোসেন নামে একজনের শরীর থেকে পা কেটে আনন্দ মিছিল করে হত্যা করা হয়।
Leave a Reply