সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল উপজেলার উজিপুরে এক দিনমজুরের টাকা ও ঘরে থাকা স্বর্নালংকার নিয়ে অজানার উদ্দেশে পাড়ি দিয়েছে স্ত্রী রুনা বেগম (৩৫)। সে তার বানানো ভাইয়ের হাত ধরে লাপাত্তা হয়েছে। এ ঘটনায় উজিপুর থানায় গত (২৭,০৩,১৯ তারিখ) একটি সাধারন ডায়রি করা হয়েছে যার নং ১২১৪।
ডায়রী সুত্রে জানা যায়, উপজেলার উজিপুর থানার মালিকান্দা গ্রামের মৃত আবেদ আলী সিকদারের পুত্র মোঃ মকবুল সিকদার তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর ৬ বছর পূর্বে একই থানাধীন নিত্যানন্দি গ্রামের আঃ হাকিম ঢালীর কন্যা রেনু বেগমকে ২য় বিবাহ করে। গত এক বছর যাবত মকবুলের স্ত্রী কথার অবাধ্য চলাফেরা করে এবং তার বাবার বাড়িতে থাকে।
এমতাবস্থায় গত (২০,০২,২০১৯) তারিখে সকাল দশটার সময় স্ত্রী রেনু বেগমকে তার পিতার বাড়ি থেকে মকবুল তার নিজ বাড়ি আনতে গেলে সে তাতে রাজী হয়নি। উল্টো মকবুলকে অকথ্য ভাষায় গালাগালি করে।
এরপর হাকিম ঢালী, নয়নতারা, রিপন ফরাজি, রাব্বি ফরাজি বিভিন্ন সময় মোবাইল ফোনে মকবুলকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এবিষয় তদন্তকারী কর্মকর্তা উজিপুর থানার এ এসআই রাসেল বলেন, তদন্ত সাপেক্ষে দেখা হবে।
Leave a Reply