শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি ॥
গৌরনদী উপজেলার বেজগাতি পল্লী বহুমূখী সংস্থা (পিএসপিএস)র উদ্যোগে তিন দিন ব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বেসরকারি সুইজ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সুইস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রুপা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেজগাতি পল্লী বহুমূখী সংস্থা (পিএসপিএস)র ব্যবস্থাপনা পরিচালক মো. নোমান হোসেন, নির্বাহী কর্মকর্তা আলহাজ্ব সাজ্জাদ হোসেন বাবুল, ম্যানেজার ফাতেমা আক্তার শিখা, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আকন, ডাঃ শিউলী সমাজপতি প্রমূখ।
উল্লেখ্য বেজগাতি পল্লী বহুমূখী সংস্থা (পিএসপিএস) ২০০৯ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা বিমোচন এবং অসচেতন মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বেসরকারী স্বাস্থ্য সেবাকে মানুষেল দোড়গোড়ায় পৌছে দিতে সেবা দিচ্ছেন সুইজ হাসপাতাল। প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রবাসী আকন আজাদ।
Leave a Reply