বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীদের পদ ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে বুধবার সকাল থেকে পূর্ণদিবস কর্ম বিরতি পালন করে অফিস চত্বরে অবস্থান করেন কর্মরত কর্মচারীরা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ঘোষিত কর্মসুচি অনুযায়ী বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে পদ ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী রমনী রঞ্জন বিশ্বাস, মোহাম্মাদ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী মোঃ সোহেল আমিন, মোঃ আলমগীর, আবদুল আউয়াল প্রমুখ।
Leave a Reply