বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় লাইসেন্স ও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই চলছে গ্যাস সিলিন্ডারের ব্যবসা। আইনের তোয়াক্কা না করে শুধু ট্রেড লাইসেন্স নিয়েই উপজেলার প্রতিটি বাজারে চলছে এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসা। তবে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। নিয়ম বহির্ভূত সিলিন্ডার গ্যাসের ব্যবসা চললে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার বিকাশ এজেন্ট পয়েন্টে, চায়ের দোকান, মুদির দোকান থেকে শুরু করে মুদি মনোহারি ওষুধ, ইলেকট্রিশিয়ানসহ প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া ঝুঁকিপূর্ণ সিলিন্ডার গ্যাস বিক্রি করা হচ্ছে। উপজেলা সদর, মহিষকাটা, চৈতা, কাঠালতলী মির্জাগঞ্জ মাজার মোড়, কপাল ভেড়া, দেউলী ও কাকড়াবুনিয়া বাজারসহ সড়কের পাশে অনুমোদন ছাড়াই অনেক ব্যবসায়ী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার গ্যাস বিক্রি করে আসছে।
এ দোকানে নেই প্রাথমিক পর্যায়ে অগ্নিনির্বাপক ব্যবস্থা। এতে সাধারণ জনগণের পাশাপাশি ক্ষুব্ধ অনুমোদন পাওয়া ব্যবসায়ীরাও। দোকানের সামনে সারিবদ্ধভাবে রাখা হয় গ্যাস সিলিন্ডারগুলো। যার ফলে পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যেকোনো সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এমন আশঙ্কা সাধারণ পথচারীদের। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন জানান, দুর্ঘটনা এড়াতে এলপি সিলিন্ডার গ্যাস বিক্রির নীতিমালা প্রণয়ন ও লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়মের আওতায় আনা হবে।
Leave a Reply