বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় আইরিন আক্তার (২১) নামে এক কিশোরী মা’য়ের মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ স্বজনরা। বুধবার রাত ১১টার দিকে শহরের চৌরাস্তা এলাকার শরীফ হোসেন-সোনাবানু স্পেশালইজড হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত আইরিন আক্তার হাসপাতাল সংলগ্ন চৌরাস্তা এলাকার রুহুল আমিন আকনের স্ত্রী। পরে স্বজনরা বিক্ষোভ করে ইট-পাটকেল নিক্ষেপ করে হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের স্বজনরা জানান, দের মাস আগে অসুস্থতা বোধ করলে নুর ক্লিনিকের চিকিৎসক ডা. শফিক আইরিনকে দেখে ব্যবস্থা পত্র দেন। সে মোতাবেক বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরীক্ষা রিপোর্টে আসে আইরিনের এ্যাপেন্ডিস হয়েছে। তাই চিকিৎসক তাকে অপারেশনের পরামর্শ দেন।
অপারেশনের জন্য বুধবার দুপুরে আইরিনকে শরীফ হোসেন-সোনাবানু স্পেশালইজড হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় আইরিনের শরীরে বিভিন্ন সমস্যার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও ক্লিনিক কর্তৃপক্ষ সেটা আমলে নেয়নি। সন্ধ্যায় অপারেশনের জন্য এনেস্থিসিয়া চিকিৎসক ডা. এটিএম নাসির উদ্দীন তাকে ভুল ইনজেকশন পুষ করে বলেও দাবি করেন স্বজনরা। পরে ওটি থেকে চিকিৎসকরা বের হয়ে জানান, আইরিনের অপারেশন হয়নি। অবস্থা ভালো না আপনারা বরিশাল নেয়ার ব্যবস্থা করেন।
এ সময় জরুরি ভিত্তিতে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স নিয়ে আসলেও রাত সাড়ে ১০টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা বিক্ষোভ করে ইট-পাটকেল নিক্ষেপ করে হাসপাতালের গ্লাসসহ আসবাবপত্রে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আইরিনের মা মাহিনুর বেগম সাংবাদিকদের জানান, আমার তিন বছরের নাতনী রয়েছে। মেয়েকে হারিয়েছি এখন নাতনীর কি হবে? মেয়েটা এতিম হয়ে গেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. এটিএম নাসির উদ্দীনের বক্তব্য পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদি হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লাশের সুরাতহাল করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply