বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টাঙ্গাইলের কালিহাতীতে ৩য় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক রুপন কুমার সরকার জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় কালিহাতী মডেল প্রি-ক্যাডেট স্কুলে মাসিক পরীক্ষা চলছিলো। পরীক্ষা শেষ হবার আগেই ওই নিজ কক্ষে ডেকে নিয়ে কথা বলার ফাঁকে শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়।
এ সময় ছাত্রীটির কান্না শুনে স্থানীয়রা এসে অভিযুক্ত শিক্ষককে আটকে রাখে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছে।
Leave a Reply