বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফেনীর ফুলগাজীতে নিখোঁজের নয়দিন পর ছেমনা আক্তার নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার আনন্দপুর ইউপির খিলপাড়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্র জানায়, গত ১৭ জুন দিবাগত রাতে ছেমনা আক্তার নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। এ ঘটনায় ফুলগাজী থানায় সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার স্থানীয় লোকজন বাড়ির পাশের ডোবায় একটি লাশ দেখতে পান। বৃদ্ধার ছেলে আবু তাহের মায়ের লাশ শনাক্ত করেন।
আবু তাহের জানান, মা তার মেজো ভাইয়ের স্ত্রীর সঙ্গে থাকতেন। তিনি শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। তারা সবাই সেবাযত্ন করতেন। কিন্তু তার মা কিভাবে ঘর থেকে বের হলেন এ বিষয়ে কিছুই জানেন না।
ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেমনা আক্তারের তিন মেয়ের দাবি, কেউ তাদের মাকে হত্যা করেছে।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।
Leave a Reply