বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নারী ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার ব্যানারে সার্কিট হাউজের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন লুৎফুননেসা খান এমপি। নারী ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি বেগম ফয়জুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমসহ অন্যান্যরা।
আলোচনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নানা দিক তুলে ধরেন বক্তারা। তারা বলেন, এখনও ঘরে-বাইরে নানাভাবে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে গ্রামের নারীরা বেশি নির্যাতিত হচ্ছে। সভায় নারী ও শিশু নির্যাতন বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
Leave a Reply