মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ আজ সোমবার সকাল ১০টায় বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ৬ শতাধিক শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ আ.ক.ম মিজানুর রহমানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভার্ণিং বডির সভাপতি সাবেক সচিব সিরাজ উদ্দীন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। উপস্থিত ছিলেন গভার্নিং বডির সদস্য মোস্তফা কামাল চিশতী, মাসুদ করিম লাভু, মাসুদ আহম্মেদ, জাহিদুর রহমান সিকদার, গোলাম কিবরিয়া, কাজী এনায়েত হোসেনসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি অধ্যাপক এস.এম. খলিলুর রহমান, প্রভাষক নুর ইসলাম শেখ, প্রভাষক বাদল বিশ্বাস।
Leave a Reply