শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
ভয়েস অব বিরশাল ডেস্ক॥ চাঁদপুরের কচুয়া উপজেলায় নতুন রাস্তার মুখে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি নির্মাণ করা হয়েছে। ফলে ওই সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়। এতে মনপুরা বাতাবাড়িয়া-কাপিলাবাড়ি সড়কের যে কোনো সময়ে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা গেছে, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কচুয়া জোনাল অফিসের আওতায় বিগত প্রায় চার বছর আগে কাপিলাবাড়ি ফোরকানিয়া মাদ্রাসা সড়কের নতুন তিন রাস্তার মুখে মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছে। ফলে রিকশা, অটোরিকশা, ভ্যান ও যে কোনো ধরনের যানচলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা শাহ কামাল জানান, পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা তৎকালীন গাফিলতি করে নতুন রাস্তার মুখে মাঝামাঝি স্থানে বিদ্যুতের লাইনটি স্থাপন করে। বর্তমানে ওই লাইনটি পাঁচ ফিট দূরে সরিয়ে দিতে এলাকাবাসীর জোর দাবি জানান।
এ ব্যাপারে চাঁদপুর-১ কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply