বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম॥ বরিশাল নগরীর নথুল্লাবাদ শাহপরাণ সড়ক এলাকা থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- পুলিশ সদস্য ইমরান হাওলাদার, মো. সালাউদ্দিন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত। অপরজন মো. সোহাগ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করেন ডিবির এসআই ফিরোজ আলম মুন্সি,এসময় একটি মোটরসাইকেলকে থামায় ডিবি পুলিশ। তাদের তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply