মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ নগরীর কাশিপুরে বেড়েছে চোরের উপদ্রব। বাসা বাড়ি থেকে চুরি করার ঘটনা ঘটলেও এবার অটোরিক্সা চুরির হিড়িক পড়েছে। ভুক্তভোগী অটো মালিকগণ নিজ প্রচেষ্টায় খুঁজতে খুঁজতে না পেলেও এক পর্যায় পাওয়ার আশা ছেড়ে দেয়। গত ৪ জানুয়ারী কাশিপুর এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে কামাল হোসেনের অটোরিক্সাটি গভীর রাতে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (নম্বর ১৬)।
অটো মালিক কামাল জানান, প্রতিদিনের মতো রাতে বাসায় ফিরে বাসার সামনে অটো চার্জে রেখে তিনি ঘুমিয়ে পড়েন।
পরে গভীর রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাহিরে এসে দেখেন অটো নেই। সাথে সাথে পরিবারের লোকজন নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোন হদিস না পেয়ে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তিনি বলেন, অটোরিক্সাটির সাথে থাকা লাইসেন্স (নম্বর ৭৫৭) নিয়ে যায় চোরচক্র।
সূত্রে জানা যায়, ইতিপূর্বে একই এলাকার হারুন, মতি, কালাম নামের তিনজনের তিনটি অটোরিক্সা চুরি হয়েছে। ঋণের বোঝা মাথায় নিয়ে অটো বানিয়েছিলেন তারা। চুরি হয়ে যাওয়ায় এখন তারা নিঃস্ব হয়ে পড়েছেন। একদিকে ঋণের বোঝা অন্যদিকে সংসার খরচ।
বাধ্য হয়ে তারা এখন ভাড়ায় অটো চালিয়ে ঋণের কিস্তি দিচ্ছেন বলে জানান। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার এএসআই মনোজ কুমার সাধারণ ডায়েরীর বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, অটো উদ্ধারের চেষ্টা চলছে। এমনকি তারা বিভিন্ন স্থানে সোর্সও লাগিয়েছেন বলে জানান।
Leave a Reply