মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীতে ট্রাক ও যাত্রীবাহী আলফার (থ্রি-হুইলাম যানবাহন) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলফা চালকসহ অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা।তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।সোমবার (১ জুলাই) রাত ১১টার দিকে শহরের কাশিপুর হাই স্কুল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নগরী নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি আলফা ৭ যাত্রী নিয়ে গড়িয়ারপাড়ের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কাশিপুর এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাকের সাথে আলফাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলফাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
এই তথ্যে সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব উল আলম জানান, আহতদের শেবাচিমে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে চালকসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক।এই ঘটনায় চালকসহ পালিয়ে গেলেও ট্রাকটিতে আটক করে নিজেদের হেফাজতে পুলিশ।
Leave a Reply