বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকায় বিএনপি নেতার অনৈতিক কর্মকান্ডে বাধা দেয়ায় যুবলীগ নেতার বসত বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছে। আহতের স্বজনরা তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর ৩নং ওয়ার্ড পুরানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম সহ প্রায় ৫০ জন পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরবর্তীতে সহকারী পুলিশ কমিশনার (এসি) আঃ হালিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে কোন ধরণের সহিংসতা এড়াতে গত রবিবার রাত থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে ওসি আজিমুল করিম।
সরেজমিনে আহত সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক ২টার দিকে এক প্রতিবন্ধী কিশোরী পুরানপাড়া এলাকা থেকে রিক্সাযোগে যাচ্ছিল। এ সময় ওই এলাকার নজিমুদ্দিন ফকিরের পুত্র সোহরাব (৪৫), বিএনপি নেতা জামাল ও মহসিন রিক্সাচালককে চড় থাপ্পর দিয়ে প্রতিবন্ধী কিশোরীকে রিক্সা থেকে নামিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। কিশোরীর ডাক চিৎকারে ওই এলাকার স্থানীয় বাসিন্দা ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহানগর যুবলীগ কর্মী মিলন মৃধা ঘটনাস্থলে এসে তাদের অনৈতিক কর্মকান্ডে বাধা দেয়।
গত রবিবার ঘটনাটি এলাকায় জানাজানি হলে ক্ষীপ্ত হয় তারা। যার ধারাবাহিকতায় বিএনপি নেতা জামালের নেতৃত্বে সোহরাব, জুলমত, আজিজ, মিরাজ, হানিফ, জসিম, শামীম, সাকিব ও সাকিলসহ ৪০ থেকে ৫০ জন নারী পুরুষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে যুবলীগ কর্মী মিলনের বাসায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় মিলনের স্ত্রী শিমু ও মুন্নার স্ত্রী সাথি আক্তার এবং তাদের শিশু কণ্যা মুনতাহা (১১) ব্যতীত কোন পুরুষ সদস্য বাসায় ছিল না। হামলাকারীরা তাদের বসতঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৪টি রুমে ভাঙচুর চালায় এবং অশ্লীল ভাষায় গালাগাল করে। এছাড়া ঘরে থাকা একটি মোটর সাইকেলও ভাঙচুর করে। খবর পেয়ে মিলনের ভাই বুলবুল ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা তাকে মারধর করে। এতে সে রক্তাক্ত জখম হয়। তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে তিনি শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে হামলায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন শিমু ও সাথি বেগম। হামলাকারীরা ভাঙচুর শেষে চলে যাওয়ার সময় সাথি বেগম ঘর থেকে বের হলে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। এতে সাথি বেগমও আহত হয়। গৃহবধূ শিমু জানান, সন্ত্রাসীদের দলে একাধিক নারীও ছিল। তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
অপরদিকে হামলার খবর পেয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সহ একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে কাউনিয়া থানার এসি আঃ হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন আহতদের পক্ষ থেকে মামলা করা হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে আহতের ভাই মহানগর যুবলীগ কর্মী মিলন গতকাল সকালে জানান, হামলার ঘটনায় তিনি মামলা দায়ের করবেন যার প্রস্তুতি চলছে।
৩নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান ফারুক জানান, এলাকায় একটি মেয়েকে নিয়ে অনৈতিক কর্মকা-ের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে কাউনিয়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি শান্ত রাখা এবং কোন ধরণের সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Leave a Reply