মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে দুর্গোৎসবে অতিরিক্ত পরিমানে মদ্যপানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে,
নিহতরা হলেন- বরিশাল নগরীর ৮ নম্বর ওয়ার্ডস্থ দপ্তরখানা এলাকার বাসিন্দা জোসিস প্রকাশ রায় এর ছেলে সিদ্ধার্থ রায় মিঠু (৩২), একই এলাকার বাসিন্দা নরেন্দ্র নাথ কর্মকারের ছেলে বিকাশ চন্দ্র রায় (৩২) ও মহানগরীর বিমানবন্দর থানাধীন গণপাড়ার বাসিন্দা পরিমল চন্দ্র দাস এর ছেলে রতন চন্দ্র দাস (২৫)।মদ্যপানে এই তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানালেও এদের মধ্যে রতন দাস ও বিকাশকে হৃদ রোগ জনিত কারনে অসুস্থ দাবি করে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে সিদ্ধার্থ অ্যালকোহল পানে অসুস্থ হয়েছে বলেই ভর্তি হয়েছিলো। কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘তিনজন অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে বলে খবর পেয়ে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন মিথ্যা তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি হয়। মৃত্যুর পরে লাশ সৎকারের প্রস্তুতি কালে দুটি মৃতদেহ উদ্ধার করায়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, ‘তিনটি মৃতদেহের মধ্যে দুটি কোতয়ালী থানার মধ্যে। অপরটি এয়ারপোর্ট থানার অধিনে। এরই মধ্যে কোতয়ালী থানা এলাকার দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, ‘অপর লাশটি উদ্ধারে এয়ারপোর্ট থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ওদের সাথে আরো কারা মদ্যপান করেছে, কারা বিক্রি করছে সে বিষয়টিও খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply