বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি ॥ দাখিল পরীক্ষায় নকল সরবরাহের দায়ে জেলার গৌরনদী উপজেলার কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দুই ছাত্রীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল দশটায় পরীক্ষা শুরু হওয়ার পরপরই কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মোসাঃ আয়সা আক্তার ও বিলকিস আক্তার নামের দুই ছাত্রী পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টা চালায়।
এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই ছাত্রীকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দুই ছাত্রীকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
Leave a Reply