মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শরিয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ৩০ ও ৩১ নম্বর পিলারে ২৪তম স্প্যান ‘৫-এফ’ বসানোর প্রস্তুতি চলছে। স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর ৩৬০০ মিটার। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিলারে অস্থায়ীভাবে রাখা স্প্যান নিয়ে রওয়ানা করে ভাসমান ক্রেন।
২৩তম স্প্যান বসানোর নয় দিনের মাথায় ২৪তম স্প্যানটিও বসানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে কয়েক ঘণ্টার মধ্যেই স্প্যান বসানোর কাজ শেষ হবে। প্রকৌশলী সূত্রে জানা গেছে, বর্তমানে স্প্যান বহনকারী ক্রেনটি নোঙর করার কাজ চলছে। এরপর তোলা হবে পিলারের উচ্চতায়।
উল্লেখ্য, সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৮টি পিলারের কাজ শেষ। বাকি রয়েছে চারটি পিলারের কাজ। যা আগামী এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে। আর পদ্মাসেতুতে ৪১টি স্প্যানের মধ্যে ২৩টি বসানো শেষ হয়েছে। বাকি ১৮টি আগামী জুলাইয়ের মধ্যে বসে যাবে।
Leave a Reply