মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের আয়োজনে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এরপর অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, সনাক সদস্য সাইফুর রহমান মিরন।
এছাড়া উদ্ধোধনী অনুষ্ঠানের পরপরই আয়োজন করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় দূর্নীতি বিরোধী চিত্রাংকন প্রতিযোগীতা। বিকালের পর্বে রয়েছে তথ্য ভান্ডার ডকুমেন্টারি উপাস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে জনসাধারনের সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান থেকে তথ্য পেতে কোন ধনের ভোগান্তি পেতে না হয় সেকারনেই মানুষকে সচেতন করতেই দেশে তথ্য মেলার আয়োজন করা হয়েছে।
আমরা স্বচ্ছতা জবাব দিহীতা ও সু-শাসন বাস্তবায়ন করা গেলে সমাজ থেকে দূর্নীতি উঠে যাবে এজন্য আমাদের সকলকে অনিয়ম দুর করতে হবে তাহলে তথ্য ও নাগরীক অধিকার জানার মাধ্যমে আমাদের দেশাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য কাজ করতে সকলের প্রতি আহবান জানান তিনি। তথ্য মেলায় সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন তথ্যদি নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ,টিআইবি, ব্রাক, ডাক বিভাগ, কৃষি অধিদপ্তর সহ ১৭টি স্টল অংশ গ্রহন করে।
Leave a Reply