মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
লালমোহন প্রতিনিধি ॥
লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল কুদ্দুস নামের এক জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব চর উমেদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত কুদ্দুসকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, ওই এলাকার আব্দুল কুদ্দুস একই এলাকার জামালের কাছে টাকা পাওনা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে কুদ্দুস তার টাকা দাবী করলে জামাল, আজহার ও বাবুল মিলে কয়েকজনে তার ওপর অতর্কিতভাবে হামলা করে। এতে কুদ্দুস গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহনে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply