সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দুর্যোগ সহনশীল ঘর নির্মাণের কয়েক ঘণ্টা পরই ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। উপজেলার করইবারীয়া ইউনিয়নের বেহেলা গ্রামে এ ঘটনা ঘটে।
বেহেলা গ্রামের মৃত রাজেস্বরের স্ত্রী উরমিলা (৬৫) ভূমিহীন ও গৃহহীন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের একটি পাকা ঘর পেয়েছেন। গত কয়েকদিন ধরে চলছে তার সে ঘর নির্মাণের কাজ। কিন্তু কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে ঘরের একটি দেয়াল।
রাজেস্বরের স্ত্রী উরমিলা জানান, ঘরের দেয়ালটি ভেঙ্গে পড়ার কিছুক্ষণ আগে তিনি ঘর থেকে বাহিরে বের হয়েছিলেন। নয়তো সরকারের দেয়া এ ঘরই তার প্রাণ যেত।
একাধিক স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারের দেওয়া ঘরের জন্য ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে, পরিমাণ মতো সিমেন্ট ব্যবহার না করে ঘর নির্মাণ করেছে।
এ ঘটনায় উপজেলা পিআইও কর্মকর্তা রুনু বেগম বলেন, এ বিষয়ে আমি আপনাদের কিছু বলতে পারবনা, ইউএনও স্যারের সঙ্গে যোগাযোগ করুন।
উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। জেনে আপনাকে অবগত করব।
Leave a Reply