বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য আরিফিন মোল্লা।শুক্রবার (২৪জানুয়ারী) রাজধানীর ধানমন্ডীর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে তিনি এ মনোনায়নপত্র জমা দেয়।
এসময় আরিফিন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে ডিজিটাল বাংলাদেশের আদলে আধুনিক চলমান ঢাকা গড়তে আমি নিরালসভাবে কাজ করবো।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এদিন ঢাকা উত্তরের জন্য চারজন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
উত্তরের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য রাশেল আশেকী, আওয়ামী লীগ নেতা মো. কুতুব উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য বরিশালের সন্তান আরিফিন মোল্লা ও বঙ্গবন্ধু পরিষদের কুয়েত শাখার সাবেক প্রচার সম্পাদক শহিদুল্লাহ ওসমানী।
এর আগে বুধবার প্রথম দিনে ঢাকা উত্তরে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছিলেন তিনজন। তারা হলেন- বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, ব্যবসায়ী আদম তমিজি হক ও সাবেক সেনা কর্মকর্তা ইয়াদ আলী ফকির।
আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই মনোনয়ন বিক্রি ও জমাদান কার্যক্রম শেষ হয়েছে শুক্রবার। শেষ দিনে সকল মনোনায়নপ্রত্যাশীরাই মনোনায়নপত্র জমা দিয়েছে।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও কিশোরগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনায়ন ফরম ক্রয়-বিক্রি করা নিয়ে আবারও আনন্দমূখর হয়ে উঠেছে ধানমন্ডীস্থ দলের সভানেত্রীর দলীয় কার্যালয়। মূল ফটকের বাহিরে মনোনায়ন প্রত্যাশী নেতাদের সমর্থনে তাদের কর্মীদের নৌকা স্লোগানে মুখরোহিত হয় কার্যালয়ের আশেপাশের এলাকা।
Leave a Reply