মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার॥ মাদারীপুরের কালকিনি উপজেলার কর্ণপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বিআরটিসি বাস ও পণ্যবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. করিম খান (৩৫)। এ সময় আহত হয়েছেন কমপক্ষে দশজন।
সোমবার দুপুরে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমনচালক বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার মাগুরা গ্রামের মৌজা আলী খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটিসি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুরে পথিমধ্যে কর্ণপাড়া পৌঁছলে ওই বাসটির সঙ্গে বিপরীতগামী একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।
Leave a Reply