সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫ জন। এ ছাড়া বুধবার দুপুর পর্যন্ত ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঝালকাঠি সদরে ৫৫ জন, নলছিটি উপজেলায় ৪৯ জন, রাজাপুর উপজেলায় ৪১ জন এবং কাঁঠালিয়া উপজেলায় ২১ জন।
ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান জানান, জেলায় রোববার পর্যন্ত ১ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৮৮ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১৬৬ জনের রিপোর্ট পজিটিভ। আক্রান্তদের মধ্যে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ৫৯ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৭ জন।
তিনি জানান, জেলায় ১০৯ দিনে এ পর্যন্ত ১ হাজার ৩০২ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাদের মধ্যে ১ হাজার ২৩৩ জন ছাড়পত্র পেয়েছেন। এ দিকে ঝালকাঠিতে বুধবার করোনা উপসর্গ নিয়ে চানবরু (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নলছিটি উপজেলার মিরহার গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। প্রতিবেশীরা জানায়, গত ৭/৮ দিন যাবত চানবরু জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
অপরদিকে নলছিটির তিমিরকাঠি গ্রামের ঠিকাদার মো. জাকির হোসেন (৫৪) বুধবার সকালে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের করোনা ইউনিটে মারা যান। নলছিটির শাবাব ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন উল্লেখিত দু’জনের দাফন ও জানাজা সম্পন্ন করে।
Leave a Reply