মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগী উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান নান্নু মোল্লা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এলাকার ভালো ক্রিড়াবিদ এবং ফুটবল খেলার দক্ষ মাঠ পরিচালক হিসেবে পরিচিত ছিলেন।
পরিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার তার বাসাসংলগ্ন বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বাজার করে বাসায় ফেরেন। এরপর তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পরই তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় নান্নু মোল্লার জানাজা বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সম্পন্ন হয়। জানাজা শেষে তার মরদেহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply