বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
উজিপুর প্রতিনিধি॥ জাল টাকা দিয়ে মাছ কিনতে গিয়ে বরিশালের উজিরপুরে মিলন মল্লিক (৩২) ও অতনু চক্রবর্তী (৩৫) নামে প্রতারক চক্রের দুই সদস্য পুলিশের হাতে আটক হয়েছে।শুক্রবার (২ আগস্ট) দুপুরে উপজেলার হারতা ইউনিয়নের সমতার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।আটক মিলন উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত জব্বার মল্লিকের ছেলে এবং অতনু চক্রবর্তী পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলার বাইশারি গ্রামের প্রণব চক্রবর্তির ছেলে।
উজিরপুর মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মাহাতাব উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার দুপুরে উপজেলার সমতা বাজারের স্থানীয় জেলে সুনিল রায়ের নিকট থেকে ৭০ টাকার মাছ ক্রয় করে পাঁচশত টাকার নোট দিয়ে টাকা খুচরা করায় প্রতারক মিলন ও অতনু।পরে তারা একই বাজারের চা বিক্রেতা সুজন বেপারির গিয়ে চা-বিস্কুট ও কলা খেয়ে আরেকটি পাঁচশত টাকার নোট দেয়।
তখন চা বিক্রেতা সুজন টাকাটি ভালোভাবে পরীক্ষা করতে গিয়ে দেখেন জাল।এ সময় স্থানীয়দের সহায়তায় ওই চা বিক্রেতা প্রতারক মিলন ও অতনুকে আটক করে এবং তাদের নিকট আরও ১৫টি পাঁচশত টাকার জাল নোট উদ্ধার করে। পরবর্তীতে ওই দুই প্রতারককে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এএসআই মাহাতাব আরও জানান, কোরবানির ঈদকে সামনে রেখে প্রতারক মিলন ও অতনু উপজেলার বিলাঞ্চল খ্যাত ওই এলাকায় জাল টাকা ছড়িয়ে সাধারন মানুষের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলো। এছাড়া প্রতারক মিলন ও তার সহযোগী অতনুর বিরুদ্ধে এ ধরনের ঘটনায় দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানিয়েছেন, আটক হওয়া ওই দুই প্রতারকের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে। একই সাথে তাদের সাথে জড়িত প্রতারক চক্রের আরও কোনো সদস্য এই উপজেলায় ছড়িয়ে রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে
Leave a Reply