রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে জেলা প্রশাসক (ডিসি) পদে ইতিমধ্যেই ছয় জেলায় পরিবর্তন আনা হয়েছে। আরও বেশ কয়েকটি জেলায় রদবদল আনার পরিকল্পনা চলছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন ডিসি নিয়োগ দেওয়ার জন্য ফিটলিস্ট প্রস্তুত করা হয়েছে। ২৪তম, ২৫তম ও ২৭তম বিসিএসের কর্মকর্তাদের মধ্যে দায়িত্বে থাকা ডিসিদের প্রতিস্থাপন করে নতুন নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। নতুন ডিসিদের মধ্যে ২৮তম বিসিএস ক্যাডারের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হবে।
গত ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছয় জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পটুয়াখালীতে নতুন ডিসি পদে নিয়োগ পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। মেহেরপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম, এবং নেত্রকোণায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে, কুষ্টিয়ায় পটুয়াখালী ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, খুলনায় কুষ্টিয়া ডিসি মো. তৌফিকুর রহমান এবং কুড়িগ্রামে মেহেরপুর ডিসি সিফাত মেহনাজের বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানান, ডিসি পদে নিয়োগের ক্ষেত্রে নির্বাচনকালীন দায়িত্ব, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, “যদি কোনো ডিসি কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক পক্ষের প্রতি পক্ষপাতিত্ব দেখায়, তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রত্যাহার করা হবে।”
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা কার্যালয় ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে প্রস্তুতি সম্পন্ন করার চিঠি দিয়েছে। রিটার্নিং অফিসার হিসেবে ডিসিদের দায়িত্ব কি দেওয়া হবে, তা চূড়ান্ত সিদ্ধান্ত তফসিল ঘোষণার পর জানা যাবে।
Leave a Reply