মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ খুলনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মহিদুল মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মহিদুল আনন্দনগরের ছহির উদ্দিন মোল্লার ছেলে।
শনিবার দুপুরে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ হত্যায় ব্যবহৃত রক্তমাখা কুড়াল উদ্ধার করেছে।
রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
শনিবার মহিদুল মোল্লা বিরোধপূর্ণ জমি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গেলে প্রতিপক্ষরা তাকে বাধা দেয়। এ সময় তর্ক-বিতর্কের একপর্যায়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হন মহিদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
Leave a Reply