শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে বাংলাদেশ ছাত্রমৈত্রীর জেলা ও মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে নগরীর ফকিরবাড়ি রোডস্থ ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি শামিল শাহরোখ তমালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও জেলা সভাপতি নজরুল হক নিলু।
বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান ও মোজাম্মেল হক ফিরোজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি মিন্টু দে, সুমন আকন জুয়েল, ইমরান নূর নিরব, পাপিয়া আফরোজ, আলি হোসেন প্রমূখ। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ইমরান নুর নিরব, পাপিয়া আফরোজকে সাধারণ সম্পাদক এবং আরাফাত শাওনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়।
পাশাপাশি এইচ এম আলি হোসেনকে সভাপতি, মোঃ রাসেল হোসেনকে সাধারণ সম্পাদক এবং চন্দন শীল কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের বরিশাল জেলা কমিটি ঘোষনা করা হয়।
এর আগে বরিশাল নগরীতে একটি র্যালী বের করে মহানগর ও জেলা ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। উল্লেখ্য, আগামী ২৯-৩০ ডিসেম্বর ঢাকায় ২০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাত্রমেত্রীর।
Leave a Reply