সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নাটোরের সিংড়ায় ছাগল চুরির অভিযোগ তুলে সাগর ও অন্তর নামে দুই কিশোরকে পিটিয়ে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ সময় স্থানীয় আরেক যুবক ও তার মা প্রতিবাদ জানালে তাদেরও মারধর করে তারা।
রোববার দুপুরে ওই উপজেলার বিলদহর বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার সাগর গুরুদাসপুর উপজেলার হরদমা গ্রামের দিনমজুর আসাদের ছেলে, অন্তর একই এলাকার শাহিন ইসলামের ছেলে। তারা দুজনেই স্কুলছাত্র। ঘটনার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
অভিযুক্তরা হলেন- বিলদহর গ্রামের আজাহার আলীর ছেলে মোস্তফা সরদার ও কালিনগর গ্রামের আলতাব হোসেনের ছেলে সোহেল হোসেন। তারা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাটি ছড়িয়ে পরলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সাগরের মা জানান, রোববার দুপুরে সাগর ও অন্তর কাঁচাবাজার করতে বিলদহর বাজারে যায়। পথে বিলদহর গ্রামের মাদক ব্যবসায়ী মোস্তফা ও কালিনগর গ্রামের সোহেল তাদের ধরে মারধর করে ও টাকা-মোবাইল কেড়ে নেয়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বলা হয়- ছাগল চুরি করেছে সাগর ও অন্তর। এ কারণে তাদের শাস্তি দেয়া হচ্ছে। খবর পেয়ে সাগরের মা সেখানে ছুটে গিয়ে তার সন্তানকে খুঁজে পাননি। এ ঘটনায় মামলা হয়েছে।
স্থানীয়রা জানায়, মোস্তফা সরদার সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা তোলে। সোহেল মাদক ব্যবসায়ী। এলাকার সবাই তাদের অপরাধের বিষয়ে জানে। সেহেলের বিরুদ্ধে মামলাও আছে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, তিনি মারধরের ঘটনাটি শুনেছেন। খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply