রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:পুরনো ঢাকায় ভবনে ভবনে অবৈধ কেমিক্যাল কারখানা প্রসঙ্গে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেছেন, এখানে অনেকগুলো সংস্থা জড়িত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বিস্ফোরক অধিদফতর ও পরিবেশ অধিদফতর রয়েছে। সবগুলো সংস্থার সঙ্গে সমন্বয় করে কেমিক্যাল কারখানাগুলো সরিয়ে নেওয়া হবে।বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় ‘শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে’ চকবাজারে আগুনের ঘটনায় দগ্ধদের দেখতে গিয়ে আইজিপি একথা বলেন।চকবাজারে আগুনের ঘটনাকে ‘মর্মান্তিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন জাবেদ পাটোয়ারী।আইজিপি বলেন, যতটুকু জানি, খুব শিগগির আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে কেমিক্যাল গোডাউন স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হবে।তিনি আরও বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। রাত থেকেই প্রধানমন্ত্রী বিষয়টি তদারক করছেন। রাতে ও সকালে তিনি একাধিকবার ফোন করে খোঁজ নিয়েছেন। হতাহতদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য তিনি আমাদের নির্দেশ দিয়েছেন।আইজিপি বলেন, বার্ন ইউনিটের আইসিইউ-তে তিন জন এবং বেডে ছয় জন চিকিৎসাধীন আছেন।এসময় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।তিনি বলেন, বার্ন ইউনিটে যে নয় জন ভর্তি আছেন, তাদের সবারই অবস্থা আশঙ্কাজনক। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা অধিকতর গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা সেবা দিচ্ছি।
Leave a Reply