বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী আল হেলাল ইসলামীয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেনি ছাত্রী অপহরনের ১১ দিন পর সোমবার দুপুরে গৌরনদী মডেল থানা পুলিশ নাঠৈ এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারী মোঃ রাসেল হাওলাদার ও তার সহযোগী জুলহাস সরদারকে গ্রেফতার করেছে। অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, গত ২ মে বিকেলে শাওড়া গ্রামের আমিনুল হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার (২০) তার সহযোগীদের নিয়ে ওই মাদ্রাসার ছাত্রীকে অপহরন করে। এ ঘটনায় ১১ দিন পর মাদ্রাসা ছাত্রীর পিতা বাদি হয়ে ৬ জনকে আসামি করে সোমবার সকালে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে উপজেলার নাঠৈ এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারী মোঃ রাসেল হাওলাদার ও তার সহযোগী জুলহাসকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন
Leave a Reply