সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার ,গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটক স্থল কালভার্টের উপর থেকে ৩৯পিস ইয়াবা ট্যাবলেটও ১৫ বোতল ফেনসিডিল সহ মাদক বিক্রেতা মামুন মাঝি (২৩) গ্রেফতার করেছে থানা পুলিশ।গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, গোপণ সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ কটকস্থল গ্রামের কালভার্টের উপর অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন মাঝি দৌড়ে পালানোর চেষ্টা করে এসময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান মামুন মাঝিকে গ্রেফতার করে ।
মামুন মাঝির শরীরের বিভিন্ন অংশে,১৫ ফেনসিডিল ও ৩৯ পিস ইয়াবা পায়।এ ব্যাপারে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বাদি হয়ে আটককৃত মাদক বিক্রেতাকে আসামি করে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
Leave a Reply