সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ মঙ্গলবার বিকেলে উপজেলা সদর থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতা কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত প্রসান্ত সাহা দীর্ঘ দিন যাবত চায়ের দোকানের আড়ালে ফেনসিডিল বিক্রি করে আসছে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ মাহবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদারের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) সগীর হোসেন, এসআই মোঃ আসাদুজ্জামান খানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরনদী বাস্ট্যান্ডে অভিযান চালায়।
এ সময় জয়ন্ত সাহার চায়ের দোকান থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ প্রসান্ত সাহা ও জয়ন্ত সাহাকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
Leave a Reply